৫ দিনের মধ্যে আলুর দাম কমানোর নির্দেশ দিলো নবান্ন, নইলে কড়া পদক্ষেপ - Bangla Hunt

৫ দিনের মধ্যে আলুর দাম কমানোর নির্দেশ দিলো নবান্ন, নইলে কড়া পদক্ষেপ

By Bangla Hunt Desk - July 24, 2020

বাংলাহান্ট ডেস্ক ; গত দিন ধরে আলুর দাম বাজারে আলুর দাম ঊর্ধ্বমুখী। লকডাউন এর মধ্যে আলুর দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। তাই এবার সাধারণ মানুষের কথা মাথায় রেখে আলুর দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিল রাজ্য সরকার। পাঁচ দিনের মধ্যে ব্যবসায়ীদের দাম কমানোর নির্দেশ। সেইসঙ্গে কোল্ড ষ্টোরেজ গুলিতে আলু রাখার পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে সরকার।

হঠাৎ করেই বাজারে আলুর দাম বেড়ে অত্যাধিক বেড়ে গিয়েছে। কলকাতা সহ রাজ্যের বেশিরভাগ বাজারগুলোতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কিলো দরে। আর চন্দ্রমুখি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো দরে। রাজ্যের প্রায় সর্বত্র একই অবস্থা। এই পরিস্থিতিতে প্রচণ্ড ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে আলুর দাম কমানোর দিয়েছেন তিনি। ব্যবসায়ীদের আলুর দাম কমানোর জন্য ৫ দিন সময় দিন সময় দেওয়া হয়েছে। নইলে কড়া পদক্ষেপ নেবে সরকার।

ব্যবসায়ীরা জানিয়েছেন উৎপাদনের কোন খামতি নেই। তবে চাহিদার তুলনায় জোগান অনেক কম থাকায় দাম বেড়েছে।

সূত্রের খবর, দাম বাড়ার আরো একটি কারণ হলো আলু মজুদ করে রাখা। কোল্ড স্টোরেজের মালিকরা দাম বাড়ানোর জন্য আলু মজুদ করে রেখেছেন। ফলে বাজারে আলুর জোগান কমেছে, তাই দামও বেড়েছে।

এই কারণেই কোল্ড স্টোরেজ গুলিতে নির্দিষ্ট পরিমাণ আলু মজুদ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সরকারি নির্দেশে বলা হয়েছে এবার থেকে কোল্ড স্টোরেজে ৪০ বস্তার বেশি আলু কেউ মজুদ করে রাখতে পারবেনা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর