বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শনী করল বিজেপি - Bangla Hunt

বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শনী করল বিজেপি

By Bangla Hunt Desk - July 24, 2020

বাপ্পাই দও:- বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে অশোকনগর বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত অশোকনগর ৮ নম্বর ওয়ার্ড এলাকায় লকডাউন প্রক্রিয়া চলাকালীন বিগত চার মাস ধরে ইলেকট্রিক মিটার রিডিং চেকিং ছাড়া অ্যাভারেজ অ্যামাউন্টের থেকেও বেশি বিদ্যুতের বিল ধার্য হচ্ছিল বলে অভিযোগ। এতে অস্বস্তিতে পড়েন আমজনতা। এই বিষয়ে অশোকনগর এলাকাবাসী কথা মাথায় রেখে বর্ধিত বিদ্যুৎ বিল মওকুবের দাবিতে অশোকনগর বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় জনতা পার্টি।

অশোকনগর মন্ডল সভাপতি, সহ সভাপতি ও বিজেপির বলিষ্ঠ নেতৃত্বরা জানান আজ বাংলায় বিভিন্ন জেলা জুড়ে বিদ্যুতের বিল বৃদ্ধি ও মুকুবের দাবিতে এই আন্দোলন চলছে। তাই আজ আমরাও একই আন্দোলনে সামিল হয়েছি। আগামী দিন রাজ্য সরকার বিদ্যুৎ বিল নিয়ে সুরাহা বা উপযুক্ত ব্যবস্থা না নিলে এই আন্দোলন বৃহত্তর হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর