মাদারের সঙ্গে তৃণমূল যুবতেও ব্যাপক রদবদল, সরলেন পার্থ, ফিরাদের জামাই, অরূপের ভাই - Bangla Hunt

মাদারের সঙ্গে তৃণমূল যুবতেও ব্যাপক রদবদল, সরলেন পার্থ, ফিরাদের জামাই, অরূপের ভাই

By Bangla Hunt Desk - July 23, 2020

বড়দের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসেও ব্যাপক রদবদল করলেন দলনেত্রী। একুশ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাদার থেকে যুব তৃণমূল কংগ্রেসকে ঢেলে সাজালেন তৃণমূল নেত্রী। ব্যাপক রদবদল করা হলো যুবতে।

আসুন এক নজরে দেখে নেওয়া যাক কে থাকলেন? আর কে গেলেন?

তৃণমূলের যুব সংগঠন থেকে ছেঁটে ফেলা হল ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দারকে। তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন।

সরানো হলো তৃণমূল অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস এর ভাই স্বরূপ বিশ্বাস কে। দক্ষিণ কলকাতার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাকে।

উত্তর কলকাতায় তৃণমূলের যুব সভাপতি পদ থেকে সরানো হল জীবন সাহাকে। তার জায়গায় এলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্য রাউত।

উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদ থেকে সরানো হলো পার্থ ভৌমিক কে। তার জায়গায় এলেন দেবরাজ চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুর জেলায় শুভেন্দু অধিকারীর বিরোধী বলে পরিচিত রাম নগরের বিধায়ক অখিল গিরির ছেলেকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হলো।

সরানো হলো অর্পিতা ঘোষকে, তার জায়গায় এলেন গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাস।

সরানো হলো সাধারণ সম্পাদক অর্ণব বন্দোপাধ্যায়কে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর