ফের 'গণধর্ষণের' শিকার এক আদিবাসী মহিলা, - Bangla Hunt

ফের ‘গণধর্ষণের’ শিকার এক আদিবাসী মহিলা,

By Bangla Hunt Desk - July 23, 2020

হাড়োয়া, বাপ্পাই দত্ত ; দুষ্কৃতীদের হাতে ধর্ষণের শিকার হলেন এক আদিবাসী মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত এক নম্বর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিঘেরির ছয়ানি বাজার এলাকায়। অভিযোগ অত্যাচারের পর অর্ধনগ্ন অবস্থায় হাত পা মুখ বেঁধে মেছো ভেরির পাশে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরে ওই ছয়ানি এলাকায় রাজনৈতিক সংঘর্ষ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক বোমাবাজি হয়। এই বোমাবাজির ফলে ভয় এলাকার বেশকিছু মানুষ অন্যত্র পালিয়ে যায়। তার মধ্যে ছিল নির্যাতিতার স্বামীও। তারপর সেই রাতেই এই মহিলা তার স্বামীকে খুঁজে বাইরে বের হয়। অভিযোগ সেই সময় শুকদেব দাস, জগবন্ধু দাস ও মন্টু কাহার সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে মেছো ভেরিতে তুলে নিয়ে গিয়ে হাত-পা মুখ বেঁধে ধর্ষণ করে তাকে ফেলে পালিয়ে যায়।

আজ সকালবেলা স্থানীয়রা হাত পা মুখ বাঁধা অচৈতন্য অবস্থায় উদ্ধার করে সেই মহিলাকে। পরে হাড়োয়া থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে এলে দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি বুধবার রাতে অশান্তির সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। পুলিশের সামনেই ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর