রাজ্যের সর্বত্র কড়া লকডাউন, কলকাতায় চলছে নাকা চেকিং - Bangla Hunt

রাজ্যের সর্বত্র কড়া লকডাউন, কলকাতায় চলছে নাকা চেকিং

By Bangla Hunt Desk - July 23, 2020

বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের সর্বত্র কড়া লকডাউন এর চিত্র ধরা পরল। কলকাতা থেকে জেলা সর্বত্র একই ছবি। কলকাতায় মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। কলকাতা পুলিশ সূত্রে খবর সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত এই দুই ঘন্টায় ২৪ টা দায়ের হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় কেস দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার এর লকডাউন কিন্তু আর পাঁচটা সাধারণ ছুটির দিনের মতো নয়! একথা বরাবরই প্রশাসনের তরফে সতর্ক করে বলা হয়েছে।

করোনা মোকাবেলায় চলছে কৌশলগত লকডাউন। চলতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রশাসনের তবে সতর্ক করে বলা হয়েছে জরুরী পরিষেবা ছাড়া কেউ যেনো রাস্তায় বের না হয়। ছুটি দেওয়া হবে সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ও কলকাতায় ঢোকার মুখে জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। সকাল থেকে কলকাতার বাজার গুলিও প্রায় ফাঁকা। অনেকের মতে পরিস্থিতি আন্দাজ করে আগেভাগেই সবাই প্রয়োজনীয় জিনিসপত্র কিনে রেখেছেন।

কলকাতার মত একই ছবি জেলাগুলিতেও। উত্তরবঙ্গ শিলিগুড়ি কোচবিহার, মালদা, বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, হুগলি বিভিন্ন জায়গায় সকাল থেকেই রাস্তায় টহল দিচ্ছে বিরাট পুলিশ বাহিনী। মোটরসাইকেল, গাড়ি চলাচল করতে দেখলি পুলিশ বেরোনোর প্রয়োজনীয় কারণ জানতে চাইছে। জেলায় সমস্ত দোকানপাট বন্ধ। রাস্তাঘাটে প্রায় শুনশান বললেই চলে। কোথাও কোথাও রাস্তায় অপ্রয়োজনে যুবকদের গল্প করতে দেখলে কান ধরে তাদের উঠবস করাচ্ছে পুলিশ।

অনেকেই মনে করছেন কোরোনা ভাইরাসের সংক্রমন রুখতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই কড়া পদক্ষেপ যথেষ্টই প্রশংসনীয়।

দেশে এই মুহুর্তে মোট সংক্রামিত ১২,৩৮,৬৩৫ জন,
মৃত্যু হয়েছে মোট ২৯,৮৬১ জনের এবং সুস্থ হয়েছেন মোট ৭৮,২৬,৬০৬ জন। দেশে রেকর্ড পরিমান একদিনের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়। রাজ্যে এই পরিসংখ্যান সংক্রামিত ৪৯,৩২১জন মৃত্যু ১,২২১ জন, সুস্থ হয়েছেন ২৯,৬৫০ জন। রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২২৯১ জন মৃত্যু ৪৯ জন, সুস্থ ১৬১৫ জন। কলকাতার অবস্থা রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় শোচনীয়। এই অবস্থায় কড়া লকডাউনের সিদ্ধান্ত সত্যি প্রসংশনীয়।

এই প্রসঙ্গে রাজ্যের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন ” এমারজেন্সি ডিপার্টমেন্টগুলো তো আমরা বন্ধ রাখতে পারিনা, কিন্তু একদিন সব কিছু বন্ধ থাকলেও ট্রান্সমিসন অনেকটা কমবে। ” আজ সকাল ৬ টা থেকে রাত ১০টা অবধি সারা রাজ্যে লকডাউন। শহরের নানা স্থানে গড়িয়া, পার্কস্ট্রীট, যাদবপুর, সায়েন্সসিটি, শ্যামবাজার, সিথির মোড় ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কার্যত সিল করে দেয়া হয়েছে শহর কলকাতা এন্ট্রি ও এক্সিট পয়েন্ট। অকারণে গাড়ি বেরোলেই সেগুলোকে আটক করে রাখা হচ্ছে। আটক করা হয়েছে বহু গাড়ি এবং বাইক। ধর্মতলার মোড়ে ড্রোনের সাহায্যে নজর রাখা হচ্ছে যানবাহনের ক্রিয়াকলাপ। একই ছবি অন্যত্র সব জায়গাতেই। সর্বত্রই প্রায় দোকান পাট বন্ধ, শুধুমাত্র খোলা এমার্জেন্সি পরিষেবা।

দীর্ঘ আনলক-এর পরে এই লকডাউন কার্যকর করা রাজ্য প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ, তাই আজ সকাল থেকেই অতি সক্রিয় কলকাতা ও রাজ্য পুলিশ। এরপর আবার লকডাউন শনিবার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর