গালওয়ানে শহীদ কর্নেলের স্ত্রীকে বড় পদে চাকরি দিলো তেলেঙ্গানা সরকার - Bangla Hunt

গালওয়ানে শহীদ কর্নেলের স্ত্রীকে বড় পদে চাকরি দিলো তেলেঙ্গানা সরকার

By Bangla Hunt Desk - July 22, 2020

কথা রাখলেন মুখ্যমন্ত্রী। ভারত চীন সীমান্তে সংঘর্ষে শহীদ কর্নেল সন্তোষ বাবুর স্ত্রীকে বড়োসড়ো পদে চাকরি দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত চীন সীমান্ত সংঘর্ষে শহীদ হয়েছিলেন ২০ জন জওয়ান সহ একজন কর্নেল। এই কর্নেল ছিলেন বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার। দেশের প্রতি তাদের এই আত্ম বলিদানে গর্জে উঠেছিল গোটা দেশ। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কথা দিয়েছিলেন তার পরিবারের পাশে থাকবেন। এবার কথা রাখলেন তিনি। তার স্ত্রী সন্তোষী কে এবার বড়োসড়ো পদে চাকরি দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও।

জানা গেছে শহীদ কর্নেল সন্তোষবাবুর স্ত্রীকে ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। তাকে তেলেঙ্গানার সূর্যাপেট জেলায় পোস্টিং দেওয়া হয়েছে। এই মর্মে মুখ্যমন্ত্রী তার সচিব স্মিতা সবরওয়ালকে তার যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে নির্দেশ দিয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর