BREAKING: ভারতের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে, বলছে IMA - Bangla Hunt

BREAKING: ভারতের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে, বলছে IMA

By Bangla Hunt Desk - July 18, 2020

ভারতে করোনা সংক্রামন যেভাবে দিনদিন বাড়ছে তাতে দেশজুড়ে ক্রমেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সংক্রামনের সংখ্যা ১০ লাখ পেরিয়ে গিয়েছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার করে বাড়ছে। আর এর মধ্যেই নতুন উদ্বেগের কথা শোনালো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। শুক্রবার তারা জানিয়েছে ভারতে কমিউনিটি ট্রান্সলেশন শুরু হয়ে গেছে।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) তরফে জানানো হয়েছে ভারতে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। গ্রামাঞ্চলেও করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ করা গেলও, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, গোয়া ও মধ্যপ্রদেশে রাজ্যের প্রত্যন্ত এলাকায় সংক্রামন কিভাবে নিয়ন্ত্রণ হবে তা কেউ জানে না।

যদিও এই কথা মানতে নারাজ কেন্দ্র। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ এ দাবি করা হয়েছে ভারতে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়নি।

এই মুহূর্তে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় ভারত তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আমেরিকা, আর তারপরেই রয়েছে ব্রাজিল। শনিবার স্বাস্থ্যমন্ত্রের দেওয়া তথ্যে জানানো হয়েছে এ পর্যন্ত ভারতে করোণ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১০,৩৮,৭১৬ জন । এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬,৫৩,৭৫১ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর