বাবান ঘোষের অনুপ্রেরণায় BJMTU-তে যোগদান - Bangla Hunt

বাবান ঘোষের অনুপ্রেরণায় BJMTU-তে যোগদান

By Bangla Hunt Desk - July 17, 2020

বাপ্পাই দত্ত ; ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানের রাজ্য সভাপতি বাবান ঘোষ মহাশয়ের কাজে অনুপ্রানিত হয়ে দক্ষিন কলকাতা জেলার অন্তর্ভুক্ত BJMTU কার্যালয়ে দক্ষিন কলকাতা জেলা সভাপতি মাননীয় তুলসী ঘরামী মহাশয় এবং তাপসী মন্ডল ঘোষ মহাশয়ের নেতৃত্বে একনিষ্ঠ কর্মী জ্যোতি পাল সহ তিরিশ জন মহিলা BJMTU-তে যোগদান করল।

অন্যদিকে হুগলিতে BJMTU রাজ্যকমিটির সদস্য মাননীয় দেবজিৎ কর মহাশয় ও রাজ্যকমিটির বরিষ্ঠ সদস্য মাননীয় সুভাষ সাহা মহাশয়ের হাত ধরে সুব্রত হালদার সহ ১০০ জন আজ শুক্রবার BJMTU অর্থাৎ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ানে যোগদান করেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর