করোনা যোদ্ধা এই নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার - Bangla Hunt

করোনা যোদ্ধা এই নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার

By Bangla Hunt Desk - July 15, 2020

বাপ্পাই দত্ত:- করোনা মোকাবিলায় প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন পুলিশকর্মী থেকে হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ারা। এই কঠিন পরিস্থিতির মধ্যে তারা প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবার সমস্ত নিরাপত্তারক্ষীদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। তাদের চিকিৎসার জন্য ১ লক্ষ টাকার অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকার। এছাড়াও তাদের পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে তাদের জন্যও ওই একই ব্যবস্থা বরাদ্দ থাকবে। এই অনুদান পাওয়ার জন্য তাদের ক্লেম ফর্ম ফিলাপ করতে হবে। এই ফর্ম আইডি প্রমাণ সমেত সেকসনাল অফিসার ইনচার্জ বা ডিসি ডিডির নিকট জমা দিতে হবে। পাশাপাশি করোনা যোদ্ধাদের সম্মান দিতে মেডেল ব্যাচ ও সার্টিফিকেট দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর