থানায় বসে মাংস-ভাত খেয়েছিলেন বিজেপি কর্মীরা, পরের দিনই বদলি জলপাইগুড়ির আইসি - Bangla Hunt

থানায় বসে মাংস-ভাত খেয়েছিলেন বিজেপি কর্মীরা, পরের দিনই বদলি জলপাইগুড়ির আইসি

By Bangla Hunt Desk - July 15, 2020

সোমবার হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যু হয়। তাকে খুন করা হয়েছে, এই অভিযোগে মঙ্গলবার উত্তরবঙ্গে ১২ ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। বন্ধ সফল করতে জলপাইগুড়ি শহর লাগোয়া এলাকায় সকাল থেকে জোর করে দোকানপাট বন্ধ ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন বিজেপি কর্মীরা। স্বাভাবিকভাবে জোর করে জনজীবন স্তব্ধ করায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে বিজেপি শতাধিক নেতা কর্মীকে।

ধৃতদের গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরেই দুপুরবেলায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে ওই বিজেপি কর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিজেপি কর্মীদের জন্য ফয়েল প্যাকেটে করে আনা হয় তাদের পছন্দের মেনু খাসির মাংস আর ভাত। পেটপুরে মাংস ভাত খেয়ে পরম তৃপ্ত হন বিজেপি নেতাকর্মীরা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

আর তারপরেই বুধবার বদলির নির্দেশ এলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের। তাকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে পূর্ব মেদিনীপুরের কোয়ারেন্টাইন কোর্ট ইনস্পেক্টর হিসেবে বদলি করা হয়।

বদলি একজন পুলিশ আধিকারিকের চাকরির অন্যতম শর্ত। তবুও জলপাইগুড়ি শহর জুড়ে এখন একটাই প্রশ্ন ‘তবে কি বিজেপি নেতাকর্মীদের খাতিরদারি করায় বদলি হতে হলো বিশ্বাশ্রয় বাবুকে’।

এই ঘটনায় উত্তরবঙ্গে তৃণমূলের কোর কমিটির নতুন চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান ” আইসি বদলির সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। নিয়ম মেনেই রুটিন বদলি করা হয়েছে তাকে”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর