আমফানে ত্রাণ দুর্নীতির পর, এবার অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চুরিতে নাম জোরালো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের - Bangla Hunt

আমফানে ত্রাণ দুর্নীতির পর, এবার অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চুরিতে নাম জোরালো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

By Bangla Hunt Desk - July 14, 2020

বাপ্পাই দত্ত ; আমফানের ত্রান নিয়ে আর্থিক দুর্নীতির পর এবার অ্যাম্বুলেন্সের ইঞ্জিন চুরিতে নাম জড়াল তৃণমূল পঞ্চায়েত প্রধানের। বাগদার বিজেপি বিধায়ক দুলাল বর তৃণমূল পঞ্চায়েত প্রধান চায়না বিশ্বাস ও তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা।

বিজেপি বিধায়ক দুলাল বর অভিযোগ করেন ২০০৮ সালে বিধায়ক তহবিল থেকে হেলেঞ্চা পঞ্চায়তকে তিনি একটি এম্বুলেন্স দান করেন। পরে তিনি জানতে পারেন তৃণমূল পঞ্চায়েত প্রধান ওই অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন খুলে এলাকার একটি গ্যারেজে বিক্রি করে দিয়েছে। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই গ্রেপ্তার করা হয় গ্যারেজ মালিক কে।

এই প্রসঙ্গে পঞ্চায়েতের তরফে বলা হয়েছে দীর্ঘদিন আগেই এই অ্যাম্বুলেন্সটি খারাপ হয়ে পড়েছিল। সেই কারণে সেটিকে সরিয়ে রাখা হয়েছিল। অভিযুক্ত প্রধান চায়না বিশ্বাস জানান “দুলাল বর রাজনৈতিক স্বার্থে মিথ্যা অভিযোগ করছেন”।

অন্যদিকে অভিযোগকারী বিজেপি বিধায়ক দুলাল বর জানান “ত্রাণ চুরি করে পেট ভরছে না তৃণমূলের। সাধারণ মানুষের স্বার্থে দেওয়া অ্যাম্বুলেন্সের ইঞ্জিন ও বেছে দিচ্ছে”। দুলাল বর ব্যাঙ্গর সুরে বলেন ‘কোনদিন পঞ্চায়েত অফিসটাই বিক্রি করে দেবে তৃণমূল’।
স্বভাবতই এই ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর