শচীন পাইলট কে ছেঁটে ফেলল কংগ্রেস! সরানো হলো উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে - Bangla Hunt

শচীন পাইলট কে ছেঁটে ফেলল কংগ্রেস! সরানো হলো উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে

By Bangla Hunt Desk - July 14, 2020

উত্তাল রাজস্থানের রাজ্য রাজনীতি। শচীন পাইলট কে ছেঁটে ফেলল কংগ্রেস। সরানো হলো উপমুখ্যমন্ত্রী পথ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও সরানো হলো তাকে। সরানো হলো শচীন ঘনিষ্ঠ দুই মন্ত্রী কেও। কংগ্রেসের পরিষদের দলের বৈঠকের পরেই এই সিদ্ধান্ত।

সূত্রের খবর গতকাল প্রিয়াঙ্কা গান্ধী অনেক চেষ্টা করার পর শচীন পাইলটের সঙ্গে সরাসরি কথা বলেন। তাকে বোঝানোর চেষ্টা করেন তার জন্য দলের কতটা ক্ষতি হচ্ছে। প্রিয়াঙ্কা বলেন তার জন্য দলের দরজা সবসময় খোলা আছে তিনি চাইলে ফেরত আসতে পারেন কিন্তু তার জন্য শচীনকে দলের অনুশাসন মানতে হবে। যদি কোন অভাব অভিযোগ থেকে থাকে সেই অভিযোগ দলের অভ্যন্তরেই আলোচনা করতে হবে। এবং স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী তার কাছে আবেদন করেন আজ সকাল ১০টায় দলের পরিষদীয় কমিটির বৈঠক রয়েছে, সেই বৈঠকে শচীন পাইলটকে যোগ দেওয়ার জন্য আবেদন করেন প্রিয়াঙ্কা। এবং বলেন যে সেই বৈঠকে তার যাবতীয় অভাব অভিযোগ নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা করা হবে।

কিন্তু শচীন পাইলট আজকের এই বৈঠকে তো আসেন-ই নি বরং তিনি রাজস্থানের রাজ্য রাজনীতিতে একটি ভিডিও প্রকাশ করে দেন। সেই ভিডিওতে দেখা যায় তার সঙ্গে একটি হোটেলে কংগ্রেসের একদল বিধায়ক রয়েছে। এর মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেন আমার কাছে একাধিক বিধায়ক রয়েছে, তিনি আর কংগ্রেসের ফিরছেন না। এতে করে কংগ্রেস মনে করে যে সচিন কোন না কোনভাবে সরাসরিভাবে হাইকমান্ডকে চ্যালেঞ্জ করছে। এরপরই কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তারপরই শচীনকে উপ মুখ্যমন্ত্রী পদ এবং প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে সরানোর সিদ্ধান্ত হয়। শুধু তাই নয় শচীন পাইলট ঘনিষ্ঠ দুই ক্যাবিনেট মন্ত্রী কেউ সরানো হয়। সরানো হচ্ছে রাজস্থানের কংগ্রেসের যুব সভাপতি কেও, তিনিও শচীন পাইলট ঘনিষ্ঠ বলে পরিচিত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর