পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল বিধায়ক বিনা মন্ডলের প্রতিবাদ মিছিল! - Bangla Hunt

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল বিধায়ক বিনা মন্ডলের প্রতিবাদ মিছিল!

By Bangla Hunt Desk - July 09, 2020

বাপ্পাই দত্ত: উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের অন্তর্গত বিথারী, হাকিমপুর ও অন্যান্য অঞ্চল জুড়ে কেন্দ্র সরকারের ডিজেল ও পেট্রোলের দাম বৃদ্ধি,কয়লাকে বেসরকারিকরণের উদ্যোগ,ভারতীয় রেলকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়া চেষ্টা সবকিছু মিলিয়ে কেন্দ্র সরকারের উদাসীনতার মনোভাবের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এ দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বরূপনগরে বিধায়ক তথা জেলা সভাধিপতি বিনা মন্ডল ও তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্তের একাধিক হেভিওয়েট নেতা।

এদিন বিক্ষোভ কর্মসূচি শেষে স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল জানান , ভারত বর্ষ তথা বাংলা জুড়ে লকডাউন চলছে তার ফলে মানুষজন কর্মহীন হয়ে পড়েছে । তার পরে বিজেপি সরকার যে পরিমাণে তেলের দাম বৃদ্ধি করেছে ফলস্বরূপ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদী থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র দাম এখন ধরাছোঁয়ার চলে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে মানুষের মুখের ভাত তুলে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। তার জন্য আমাদের নেত্রী ‘মমতা বন্দ্যোপাধ্যায়’ মা-মাটি-মানুষের সরকার নেতৃত্বে আমরা দলের সৈনিক হিসেবে বাংলা সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এই প্রতিবাদে মিছিলে সামিল হয়েছি।

কেন্দ্র সরকারের পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির নীতির বিরুদ্ধে স্বরূপনগরে আজকের এই বিক্ষোভ মিছিলে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল দেখার মতো। মমতা ব্যানার্জির নির্দেশে বাংলার বিভিন্ন প্রান্ত জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর