মমতার 'হাসির আলো' প্রকল্পে উপকৃত বাংলার প্রায় ৩৫ লাখ মানুষ - Bangla Hunt

মমতার ‘হাসির আলো’ প্রকল্পে উপকৃত বাংলার প্রায় ৩৫ লাখ মানুষ

By Bangla Hunt Desk - July 04, 2020

বাপ্পাই দত্ত :- একদিকে যেমন লকডাউন থেকে আনলক টু চলছে, তারমধ্যে একের পর এক প্রকৃতিক বিপর্যয় সম্মুখীন হচ্ছে রাজ্যে তথা রাজ্যের মানুষজন। ফলস্বরূপ অর্থনৈতিক পরিকাঠামো একেবারে দুর্বল হয়ে পড়েছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য বিভিন্ন প্রতিকূলতার মাধ্যেও উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছে নতুন প্রকল্প “হাসির আলো”, উপকৃত হবেন ৩৫ লক্ষ গরীব পরিবার।

‘হাসির আলো’ প্রকল্পে ত্রৈমাসিক যারা সর্বোচ্চ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করে তাদের কোনো বিদ্যুৎ বিল নেবে না পশ্চিমবঙ্গ সরকার। এই ছাড়ের কথা রাজ্য বাজেটে ঘোষণা হওয়ার পর এপ্রিল থেকে জুন অবধি এই তিনি মাসে বাংলার প্রায় ৩৫ লক্ষ গরীব পরিবারের বিদ্যুৎ বিল এসেছে শূন্য।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল বিদ্যুৎ বিল ৭৫ ইউনিটের কম আসলে সেই বিল ছাড় দেওয়া হবে এবং বিপিএল তালিকাভুক্ত জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছিলেন তিনি। কিন্তু ইলেকট্রিক বিলে প্রথমদিকে ছাড় কার্যকর না হওয়ায় তীব্র কটাক্ষ করছিল বিরোধীরা। কিন্তু তাদের সমালোচনাকে উপড়ে ফেলে এবার তা বাস্তবায়িত রূপদান করলেন বাংলার মুখ্যমন্ত্রী, সত্যি তা নজিরবিহীন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর