'বছরে ২ কোটি বেকারের চাকরি এখন স্বপ্ন'! নিয়োগ স্থগিত, ৫০ শতাংশ কর্মী সংকোচন রেলে, জারি বিজ্ঞপ্তি - Bangla Hunt

‘বছরে ২ কোটি বেকারের চাকরি এখন স্বপ্ন’! নিয়োগ স্থগিত, ৫০ শতাংশ কর্মী সংকোচন রেলে, জারি বিজ্ঞপ্তি

By Bangla Hunt Desk - July 04, 2020

ভারতীয় রেলকে বেসরকারি করণের প্রক্রিয়া শুরু করার পরেই এবার রেলে সমস্ত রকমের নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখল রেল।

বেসরকারি হাতে যাচ্ছে রেল। ১০৯ টি রুটে মোট ১৫১ টি ট্রেন চালাবে বেসরকারি সংস্থা। তার জন্য বুধবার বেসরকারি সংস্থাগুলোর কাছে RFQ এর আবেদন জানাল রেলমন্ত্রক। রেল জানিয়েছে ইতিমধ্যে বেশ কিছু সংস্থা ওই ট্রেন চালাতে আগ্রহী দেখিয়েছে।

এরমধ্যে বাংলার ১৮ টি ট্রেন বেসরকারিকরণ করা হবে বলে জানা গেছে। তারমধ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পাটনা, শিয়ালদা-গুয়াহাটি, পুরী-শালিমার, টাটানগর-শালিমার, শালিমার-পুনে, হাওড়া-চেন্নাই, শালিমার-টিসিটিবি, হাওড়া-আনন্দবিহার, হাওড়া-মালদা, ছাপরা- আনন্দবিহার সহ একাধিক ট্রেনের নাম রয়েছে।

এবার শুধু রেল বেসরকারি করনই নয়, রেল যে অর্ডার জারি করেছে তাতে বলা হয়েছে রেলের সব নিয়োগ বন্ধ। এমনকি দু’বছর আগে যেসব নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাও স্থগিত রাখা হচ্ছে। ৫০ শতাংশ ভ্যাকান্সি তুলে দেওয়া হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর