করোনা রুখতে প্রায় ৩ লাখ দিয়ে সোনার মাস্ক বানালেন পুনের বাসিন্দা! - Bangla Hunt

করোনা রুখতে প্রায় ৩ লাখ দিয়ে সোনার মাস্ক বানালেন পুনের বাসিন্দা!

By Bangla Hunt Desk - July 04, 2020

সোনার গয়না পরতে এতটাই ভালবাসেন যে সোনার মাস্ক বানিয়ে ফেলেছে। মহামারী করোনার জেরে যখন গোটা বিশ্বের অর্থনীতির টালমাটাল অবস্থা তখন সোনার মাস্ক পরে ঘুরছেন পুণের এক ব্যক্তি। মহারাষ্ট্রের পুনের পিম্পরি-ছিনছোড়ের বাসিন্দা শঙ্কর কুরাদে যে সে মাস্ক ব্যবহার করছেন তার দাম প্রায় ৩ লাখ টাকা।

ছোট থেকেই সোনার প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে শঙ্করের।
শঙ্কর নিজেই জানিয়েছেন, এই সোনার মাস্কের ওজন প্রায় সাড়ে পাঁচ পাউন্ড। রয়েছে বেশ কিছু বিশেষ ছিদ্রও। তাই শ্বাস নিতেও কোনও অসুবিধে হয় না। মাস্কটির দাম ২.৮৯ লাখ টাকা। তবে করোনার সংক্রমণ ঠেকাতে এই মাস্ক কতটা কাজে লাগবে সে ব্যাপারে নিশ্চিত নন পুণের এই বাসিন্দা। তবে শখ হয়েছে এবং সাধ্য রয়েছে তাই বানিয়ে নিয়েছেন সোনার মাস্ক।

শঙ্করের কথায়, ‘‌জানি না এই মাস্ক পরলে আমি করোনা ঠেকাতে পারব কিনা। যদিও সরকারের সব নিয়ম মেনে চললে মনে হয় এই মাস্ক পরলে আমি করোনায় আক্রান্ত হব না।’‌ 

এতদিন গলায় মোটা সোনার চেন, কবজিতে সোনার ব্রেসলেট, দশ আঙুলে সোনার আংটি–এই সবই ছিল শঙ্করের ক্ষেত্রে এক বিশেষ পরিচিত ছবি। সঙ্গে এবার যোগ হল সোনার মাস্ক। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর