দেশে ২৪ ঘন্টায় রেকর্ড করোনা সংক্রমণ! একদিনে সংক্রমণ ২২ হাজার ছাড়ালো - Bangla Hunt

দেশে ২৪ ঘন্টায় রেকর্ড করোনা সংক্রমণ! একদিনে সংক্রমণ ২২ হাজার ছাড়ালো

By Bangla Hunt Desk - July 04, 2020

দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। শুক্রবার দেশে করোনা সংক্রমনের সংখ্যা নতুন রেকর্ড ছুঁয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। আর মৃত্যু হয়েছে ৪৪২ জনের।

দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লক্ষ ৪৮ হাজার ৪১৬ জন। এরমধ্যে অ্যাক্টিভ করেছে ২ লক্ষ ৩৫ হাজার ২১৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৯৪ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে ১৮,৬৫৪ জন। দেশে এই মুহূর্তে করোনা সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর