করোনা আক্রান্ত হলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়! - Bangla Hunt

করোনা আক্রান্ত হলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়!

By Bangla Hunt Desk - July 03, 2020

এবার করোনা আক্রান্ত হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার দুপুরে নিজেই টুইট করে সে কথা জানিয়েছেন সংসদ।

টুইটে লকেট লিখেছেন ” সকালে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর আছে। নিজেকে গত এক সপ্তাহ ধরে আইসোলেশন রেখেছি। সবাইকে আমার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে থাকব। অল ইজ ওয়েল”।

পশ্চিমবঙ্গে এই প্রথম কোন বিজেপির বড় নেতা করোনা আক্রান্ত হলেন। বৃহস্পতিবারই লকেটকে রাস্তায় বেরিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিষেধ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।। কারণ অসুস্থতা নিয়ে রাস্তায় বেরোলে তার বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগ তুলতে পারে তৃণমূল। সেই আশঙ্কা থেকেই এই নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু গত ২৪ ঘন্টার মধ্যে দিলীপ ঘোষের সেই আশঙ্কাই সত্যি হলো।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর