বিনামূল্যে মিলবে চিকিৎসা! স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এল ভেলোরের CMC ও দিল্লির AIIMS - Bangla Hunt

বিনামূল্যে মিলবে চিকিৎসা! স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এল ভেলোরের CMC ও দিল্লির AIIMS

By Bangla Hunt Desk - June 26, 2020

এবার পশ্চিমবঙ্গের গরিব মানুষদের জন্য সুখবর। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার বিনামূল্যে পরিষেবা মিলবে ভেলোরের সিএমসি (ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ) এবং অন্যটি দিল্লির AIIMS এ। শুক্রবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের গরিব মানুষদের সুচিকিৎসার কথা মাথায় রেখে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দেশের দুটো বড় হাসপাতালকে এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনলেন তিনি। এরমধ্যে একটি ভেলোরের সিএমসি মেডিকেল কলেজ, অন্যটি দিল্লির এইমস। স্বাস্থ্যসাথী প্রকল্পে আওতায় রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে এই দুটি হাসপাতালে পরিষেবা পাবেন পশ্চিমবঙ্গের মানুষ।

শুক্রবারই রাজ্যের সমস্ত বাসচালক ও কন্ডাক্টারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনেন মুখ্যমন্ত্রী। এবার থেকে তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তারাও। এমনিতেই বাঙালির রোগ নির্ণয়ের পীঠস্থান ভেলোরের সিএমসি। বাঙালিরা মনে করেন যে কোনো দুরারোগ্য ব্যাধির সুচিকিৎসা হয় ভেলোরের এই সিএমসি হাসপাতালে। এইবার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় ভেলোর সিএমসি হাসপাতাল চলে আসার ফলে সেইখানে আগামী দিনে রোগীদের ভিড় আরো বাড়বে বলে মনে করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর