এবার দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! চালু হচ্ছে নতুন কর্মসূচি - Bangla Hunt

এবার দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর! চালু হচ্ছে নতুন কর্মসূচি

By Bangla Hunt Desk - June 25, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলায় চালু হচ্ছে নতুন কর্মসূচি “গ্রিভান্স সেল”। দুর্নীতি রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের কথা মাথায় রেখে বর্তমান সমাজে দুর্নীতি ও অসামাজিক কাজকর্ম অবিলম্বে বন্ধ করার জন্য তিনি চালু করতে চলেছেন “গ্রিভান্স সেল”।

জানা গেছে এই সেলের উদ্দেশ্য হল ১. চাকরি পাইয়ে দেওয়ার নামে ঘুষ খাওয়া ২. সরকারি পরিষেবা থেকে সাধারণ মানুষের বঞ্চিত হওয়া ৩. সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে সাধারণ মানুষের থেকে কমিশন খাওয়া ৪. প্রাপ্য সরকারি বরাদ্দ থেকে কাটমানি নেওয়া, এই সমস্ত বন্ধ করা। অর্থাৎ এবার বাংলায় ও জেলার অন্দরে যে দুর্নীতি বাসা বেধেছে তা বন্ধ করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। এবার প্রতি সোমবার বসবে এই ‘গ্রিভেন্স সেল’। এছাড়া বাংলার জনগণ প্রশাসনিক দপ্তরে সরাসরি তার অভিযোগ জমা দিতে পারবেন। এই বিষয়ে সমাধান করবেন বিডিও ও মহাকুমা শাসক। সূত্রের খবর বাংলাকে কার্যকরীভাবে সোনার বাংলায় রূপান্তরিত করা এবং বাংলাকে দুর্নীতিমুক্ত করার জন্য এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর