BREAKING: দেশে রেকর্ড সংক্রমণ! ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়ে হয়েছে ১৬,৯২২ জন - Bangla Hunt

BREAKING: দেশে রেকর্ড সংক্রমণ! ২৪ ঘন্টায় সংক্রমণ বেড়ে হয়েছে ১৬,৯২২ জন

By Bangla Hunt Desk - June 25, 2020

দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। আনলক ১ ঘোষনা হওয়ার পরেও দেশে করোনা সংক্রমণ রেকর্ড হারে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ফের রেকর্ড গড়লো আক্রান্তের সংখ্যা। এদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৯২২।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬,৯২২ জন। ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন। এখনো পর্যন্ত বিশ্বে করোনা সংক্রামণের নিরিখে চতুর্থ স্থানেই রয়েছে ভারত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর