১১ ঘন্টা বৈঠকের পর অবশেষে লাদাখে পিছু হটতে রাজি হলো চিন! - Bangla Hunt

১১ ঘন্টা বৈঠকের পর অবশেষে লাদাখে পিছু হটতে রাজি হলো চিন!

By Bangla Hunt Desk - June 23, 2020

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন দুপক্ষের রক্তক্ষরণের পর অবশেষে পিছু হটলো চিন। মঙ্গলবার গালওয়ানে ভারত-চিন দু’পক্ষের কমান্ডো লেভেলের বৈঠক হয়। ভারতীয় সেনার পক্ষে লাল ফৌজকে পূর্বে জায়গায় ফিরে যেতে বলা হয়। সূত্রের খবর প্রায় ১১ ঘণ্টা এই বৈঠক চলার পর কিছুটা ইতিবাচক আলোচনা হয়। অবশেষে গালওয়ান সহ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর জায়গাগুলি থেকে পিছনে সরে আসতে রাজি হয়েছে চিনা সেনা। এর সঙ্গে নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর নির্মাণ কাজ বন্ধ রাখতেও সম্মতি দিয়েছেন তারা।

প্রসঙ্গত লাদাখের গালওয়ান উপত্যাকায় ১৫ ই জুন রাতে ভারত এবং চিনে সেনার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভারতের একজন কর্নেল সহ ২০ জন জওয়ান শহীদ হন। চিনা সেনারা অতর্কিতে ভারতীয় সেনাদের ওপর লাঠি, রড নিয়ে হামলা করে বলে খবর। অন্যদিকে দু’পক্ষের কমান্ডার লেভেলের বৈঠকের সময় চিনের তরফেও অফিসার পদমর্যাদার সেনা অফিসার সহ চিনা সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর