"মারের বদলা পাল্টা মার, হিংসার পাল্টা হিংসা, এটাই শ্যামাপ্রসাদের শিক্ষা! দিলীপ ঘোষ - Bangla Hunt

“মারের বদলা পাল্টা মার, হিংসার পাল্টা হিংসা, এটাই শ্যামাপ্রসাদের শিক্ষা! দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - June 23, 2020

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে ফের একবার হিংসার উস্কানি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি ফের বলেন “মারের বদলে পাল্টা মার। যারা অহিংসার কথা বলেন তারা কাপুরুষ”। একই সঙ্গে তিনি আবার হিংসামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দেন।

এদিন শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুর চড়িয়ে বলেন “প্রত্যেকটি বিজেপি কর্মীর খুনের বদলা নেওয়া হবে। এটাই আমাদের লক্ষ্য। মারের বদলে পাল্টা মার। হিংসার পাল্টা হিংসা। প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে। যারা অহিংসার কথা বলেন তারা কাপুরুষ। এটাই আমাদের শ্যামাপ্রসাদ শিখিয়েছেন”।

এদিন তিনি আরো বলেন ” বিজেপি ক্ষমতায় এলে বাংলায় শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হবে। বাংলায় শিল্প হবে। সিপিএম ও তৃণমূল বাংলা থেকে শিল্প তাড়িয়েছে। আমরা ক্ষমতায় এলে বাংলার শ্রমিকদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না। তাদের আর বঞ্চনার শিকার হতে হবে না”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর