সুশান্তের সাথে ঝগড়া, মৃত্যুর আগের দিন রাতে সুশান্তের ফোন ধরেনি রিয়া! - Bangla Hunt

সুশান্তের সাথে ঝগড়া, মৃত্যুর আগের দিন রাতে সুশান্তের ফোন ধরেনি রিয়া!

By Bangla Hunt Desk - June 15, 2020

বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত রাজপুত এর মৃত্যু নিয়ে হাজারো প্রশ্ন উঠেছে। কিন্তু এসবের মাঝেই সামনে এলো এক নতুন তথ্য। বান্ধবী রিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির কারণে কি মানসিকভাবে ভেঙে পড়েছিল সুশান্ত! উঠছে প্রশ্ন।

সূত্রের খবর লকডাউনের মধ্যে রিয়া চক্রবর্তী ও সুশান্ত একসঙ্গেই থাকছিলেন। এরপর তাদের মধ্যে ঝগড়া হলে রিয়া নাকি বাড়িতে চলে যান। আবার অন্য সূত্রে খবর রিয়াকে সুশান্তই বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য সুশান্ত, রিয়াকে ফোন করলে ফোন তোলেননি রিয়া। মৃত্যুর আগের দিনও সুশান্ত বান্ধবী রিয়াকে আবারো ফোন করেন বলে কল লিস্ট থেকে জানা গিয়েছে, যদিও ওই দিনও ফোন তোলেন নি রিয়া।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর