পশুদের চেয়েও খারাপ ব্যবহার হচ্ছে করোনা রোগীদের সঙ্গে! সুপ্রিম কোর্ট - Bangla Hunt

পশুদের চেয়েও খারাপ ব্যবহার হচ্ছে করোনা রোগীদের সঙ্গে! সুপ্রিম কোর্ট

By Bangla Hunt Desk - June 12, 2020

করোনা আক্রান্তদের চিকিৎসা ও মৃতদেহের সৎকার বিষয় এক মামলা নিয়ে বাংলা সহ চার রাজ্য ও কেন্দ্রকে নোটিশ পাঠানো দেশের সর্বোচ্চ আদালত। এদিন আদালত জানান পশুদের চেয়েও খারাপ ব্যবহার করা হয়েছে করোনা রোগীদের সঙ্গে। বিচারপতি অশোক ভূষণ, সঞ্জয় কিশাণ ও এমআর শাহের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।

এদিন বিচারপতিদের তীব্র ভৎসনা মুখে পড়ে কেন্দ্র ও রাজ্য সরকার গুলি। শুনানি চলাকালীন বিচারপতি অশোক ভূষণ বলেন যে ‘পশুদের চেয়েও করোনা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে’। তিনি আরও বলেন বিভিন্ন রাজ্যের সরকার করোনা মোকাবেলায় যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারেনি। কেন রাজধানীতে টেস্টিং এর সংখ্যা কমেছে, সে নিয়েও প্রশ্ন তোলেন তারা।

হাসপাতাল গুলোর কি অবস্থা! ওয়ার্ডে ওয়ার্ডে মৃতদেহ পড়ে আছে। মুম্বাইতে ১৭ হাজার টেস্ট হয়েছে, দিল্লিতে হয়েছে মাত্র ৭ হাজার। এই বিষয়টি দেশের সংবাদমাধ্যম তুলে ধরেছে বলে জানান তিনি। বিচারপতি ভূষণ বলেন যে আমরা জীবিতদের নিয়ে বেশি চিন্তিত।

সলিসিটর জেনারেল তুষার নেতা বলেন হাসপাতাল গুলিতে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে মৃতদেহ। জীবিতরা শুয়ে রয়েছে মৃতদেহ গুলির সঙ্গে। অনেক জায়গায় আবার দড়ি দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ গুলিকে। বিভিন্ন মিডিয়ায় রিপোর্টে উঠে এসেছে এই চূড়ান্ত অব্যবস্থা কথা। তিনি বলেন কি করছেন আপনারা?

এদিন আদালত জানান কিভাবে মৃতদেহ সৎকার করতে হবে সেই সংক্রান্ত নিয়মাবলী জারি করেছে কেন্দ্র। কিন্তু কেউই সেটা মানছেন না। অনেক সময় পরিবারের লোক মারা গেলে তাদেরকে মৃতদেহ দেখতে দেওয়া পর্যন্ত হচ্ছে না। এদিন কেন্দ্র ছাড়াও দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৭ তারিখ এই মামলার ফের শুনানি হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর