আজই রাজ্যে ঢুকছে বর্ষা, জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা - Bangla Hunt

আজই রাজ্যে ঢুকছে বর্ষা, জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা

By Bangla Hunt Desk - June 12, 2020

১২ ই জুন আজই রাজ্যে ঢুকছে বর্ষা। ইতিমধ্যে কলকাতা সহ রাজ্যের অনেক জেলাতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে কোলকাতার বেশ কিছু এলাকায়। জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।

রাজ্যের দোরগোড়ায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। আর কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে প্রবেশ করবে বর্ষা। ইতিমধ্যেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। তার জেরে কলকাতা শহরতলীর বেশ কিছু জায়গা জলমগ্ন। কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, খিদিরপুর, ইকবালপুর, পার্ক সার্কাস, এম জি রোড, সহ কলকাতার বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের আসাম, নাগাল্যান্ড সহ বেশ কিছু জায়গায় ঢুকে পড়েছে বর্ষা। এদিকে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি ক্রমেই শক্তি বাড়িয়ে চলেছে। তার জেরে আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর