প্রয়াত তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার - Bangla Hunt

প্রয়াত তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার

By Bangla Hunt Desk - June 12, 2020

শুক্রবার ভোরে প্রয়াত হলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভার দুবারের বিধায়ক ও প্রাপ্তন মন্ত্রী অবনীমোহন জোয়ারদার (IPS)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার ভোর ৪টে ৩৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন কলকাতার বাড়িতেই মৃত্যু হয় এই তৃণমূল বিধায়কের।

অবনী মোহন জোয়াদ্দার একসময় রাজ্যের পুলিশ কর্তা ছিলেন। পরে চাকরি থেকে অবসর নেওয়ার পরেই রাজনীতির জগতে প্রবেশ করেন তিনি। পরে তৃণমূল নেত্রীর সান্নিধ্যে আসার পর বিধানসভার টিকিট পেয়েছিলেন তিনি। এদিন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে কৃষ্ণনগরে। তার মৃত্যুতে নদীয়া জেলায় তৃণমূলের এক অপূরণীয় ক্ষতি হল। পাশাপাশি বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর