৬ লাখ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে মাত্র ১৭ টি ট্রেন চাওয়া হয়েছে! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে বাংলা - Bangla Hunt

৬ লাখ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে মাত্র ১৭ টি ট্রেন চাওয়া হয়েছে! সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে বাংলা

By Bangla Hunt Desk - June 05, 2020

করোনার জেরে বাড়ি ফিরতে চাইছেন রাজ্যের বাইরে থাকা লক্ষ লক্ষ পরিযায়ী পরিশ্রমিক। লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন তারা। অনেকে সাইকেল চালিয়ে কেউ বা পায়ে হেঁটে ভিন রাজ্যে থেকে বাড়ি ফিরেছেন। পরিযায়ী শ্রমিকদের এই দুর্দশা দেখে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের তরফেই তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়। বিভিন্ন রাজ্যও স্পেশাল ট্রেন পাঠায় অন্যান্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য।

ট্রেনের সংখ্যা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আগেই বিরোধ বেঁধেছিলো। কেন্দ্র অভিযোগ করেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নাকি শ্রমিকদের ফিরিয়ে আনতে শ্রমিক স্পেশাল ট্রেন রাজ্যে ঢোকার অনুমতি দিচ্ছেন না এবং রাজ্য থেকে ট্রেন ও পাঠাচ্ছেনও না। কিন্তু কেন্দ্রের এই অভিযোগের পরেও রাজ্যে একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢোকে।

এবার আরেকটি ঘটনায় মুখ পুড়ল রাজ্যের। রাজ্যে এখনও ৬ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরবেন। অথচ রেলের কাছে ট্রেন চাওয়া হয়েছে মাত্র ১৭ টি। কিন্তু এত সংখ্যক পরিযায়ী শ্রমিক কিভাবে এই ১৭ টি ট্রেনে ফিরবেন তা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পরল রাজ্য।

সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। শুক্রবার ছিল তার দ্বিতীয় দিনের শুনানি। শুক্রবার মামলা শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান গত ৩ জুন পর্যন্ত দেশে ৪,২২৮ টি শ্রমিক স্পেশাল ট্রেন চলেছে, সব থেকে বেশি ১,৬৯৫ টি ট্রেন পেয়েছে উত্তরপ্রদেশ। তাই এখনো কত শ্রমিক ভিন রাজ্যে আটকে রয়েছে তা জানতে চান বিচারপতিরা।

বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এসকে কউল এবং বিচারপতি এস আর শাহের ডিভিশন বেঞ্চ রাজ্য গুলির কাছে জানতে চান এখনো কত শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন। তাদের আনতে এখনো কতগুলি ট্রেন লাগবে, তা জানানোর জন্য ১৫ দিন সময় দেয় শীর্ষ আদালত।

এরপর বিভিন্ন রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে পরিযায়ী শ্রমিকের তথ্য পেশ করা হয়। পশ্চিমবঙ্গের তরফে কৌঁসুলি জানান ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে বাংলায় ফিরে আসছেন। আরো ৬ লাখ শ্রমিক এখনো ফিরবেন। আর এই কথা শোনার পরই বিস্ময় প্রকাশ করেন বিচারপতি ‘এস আর শাহ’। তিনি প্রশ্ন করেন আপনাদের ৬ লাখ মানুষ আসবে আর আপনারা রেলের কাছে মাত্র ১৭ টি ট্রেন চেয়েছেন। এরপরই বিচারপতি ‘অশোক ভূষণ’ বলেন শীঘ্রই শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আরো বেশি সংখ্যক ট্রেনের ব্যবস্থা করতে হবে।

ইতিমধ্যেই শ্রমিকদের ফিরিয়ে আনতে রাজ্যগুলি থেকে যে শ্রমিক স্পেশাল ট্রেন গেছে তার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (১৫৬ টি)। পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট অনুযায়ী আগামী ১৫ই জুন পর্যন্ত রাজ্যে আরও ২৪ টি স্পেশাল ট্রেন ঢুকবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর