আমফান ঝড়ের ক্ষতিপূরণের আবেদন জমা না নেওয়ায় বিডিও অফিস ঘেরাও-অবরোধ বিজেপির - Bangla Hunt

আমফান ঝড়ের ক্ষতিপূরণের আবেদন জমা না নেওয়ায় বিডিও অফিস ঘেরাও-অবরোধ বিজেপির

By Bangla Hunt Desk - June 01, 2020

নিজস্ব সংবাদদাতা, বাপ্পাই দত্ত ; একদিকে করোনা আতঙ্কের জেরে লকডাউন জারি থাকায় কর্ম বিমুখ হয়েছেন সাধারণ মানুষ। তার ওপর নতুন করে বিধ্বংসী আমফান ঝড়ে দুমড়ে-মুচড়ে গেছে তাদের বাসস্থান। নিজেদের বেঁচে থাকা দিনের-পর-দিন দুর্বিসহ হয়ে পড়েছে। এই গম্ভীর পরিস্থিতিতে সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু ঠিকমতো কাজ পরিচালনার অভাবে কোনঠাসা হয়ে পড়ছে সাধারন মানুষজন। আজ তারই এক চিত্র লক্ষ্য করা গেল স্বরূপনগর বিডিও অফিসে।

আজ স্বরূপনগর বিডিও অফিস জুড়ে ছিল সাধারণ মানুষের ভিড়। বিপুল মানুষের সমাগম হয়েছিল সেখানে। আর সাধারণ মানুষের হাতে ছিল ক্ষতিপূরণের জন্য আফফান ঝড়ে ভেঙে যাওয়া আবেদন পত্র।

কিন্তু স্থানীয় সূত্রে খবর আমফান ঝড়ে যাদের ক্ষতি হয়েছে এবং যারা প্রকৃত অর্থে যারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য তাদের আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে না। ক্ষতির পূর্ণাঙ্গ তদন্তও হচ্ছে না। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ আবেদনপত্র জমা দেওয়ার সঠিক তারিখ জানতে না পাড়ায় প্রথমে পঞ্চায়েতে পরে বিডিও অফিসের দ্বারস্থ হন কিন্তু বিডিও অফিস থেকে সরাসরি সেই আবেদন গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়। অবশেষে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষের কপালে এবং ক্ষোভের সৃষ্টি হয়। পরে সাধারন মানুষ ক্ষেপে ওঠেন এবং তার সঙ্গে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মকর্তারা। পথ অবরোধ শুরু হয়। এর পরে খবর পেয়ে ছুটে আসেন স্বরূপনগর থানার ওসি তুষার কান্তি বিশ্বাস। পরে যুগ্ম বিডিও কৌশিক প্রামানিক এর সাথে প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকে জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল রায়, সঞ্জীব সরকার, কৌশিক সিদ্ধার্থ, দেবাশীষ বিশ্বাস, রেনুকা সরকার। সেখানে যুগ্ম বিডিও কৌশিক প্রামানিক জানান আবেদন পত্র গ্রাম পঞ্চায়েতেই জমা দিতে হবে, যদি গ্রাম পঞ্চায়েত জমা না নেয় তবে বিডিও অফিসে সরাসরি আবেদন জমা করা যাবে। তারপর সঠিক তদন্ত করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এরপর প্রশাসনের আশ্বাস পেয়ে অবস্থান-বিক্ষোভ তুল নেয় সাধারন মানুষ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর