৩০ শে জুন পর্যন্ত বাড়ল লকডাউন! কোন কোন ক্ষেত্রে ছাড় আসুন দেখে নেওয়া যাক - Bangla Hunt

৩০ শে জুন পর্যন্ত বাড়ল লকডাউন! কোন কোন ক্ষেত্রে ছাড় আসুন দেখে নেওয়া যাক

By Bangla Hunt Desk - May 30, 2020

চতুর্থ দফা লকডাউন শেষ হওয়ার ঠিক একদিন আগেই নয়া বিধিনিষেধ চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার লকডাউন ৫। অর্থাৎ আগামী পয়লা জুন থেকে ৩০ শে জুন পর্যন্ত শুধুমাত্র কনটেনমেন্ট জোনে থাকবে লকডাউন। বাকি অংশে চলবে আনলক ফেজ। আর এই আনলক ফেজ হবে চার দফায়। ফেজ-১ এ শনিবার সন্ধ্যায় এমনটাই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ৮ ই জুন থেকে শপিং মল, হোটেল রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে ছাড় ঘোষণা করা হয়েছে। তবে কনটেনমেন্ট জোন এলাকাগুলিতে শপিংমল ও রেস্তোরাঁ খোলা যাবে না এমনটাই নির্দেশ। রাজ্যগুলির সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

একনজরে দেখে নেওয়া যাক কি থাকছে আনলক ওয়ানে!

১. ৮ ই জুন থেকে শর্তসাপেক্ষে খুলে যাচ্ছে হোটেল রেস্তোরাঁ, শপিং মল।

২. ৮ ই জুন থেকে খুলে যাচ্ছে সমস্ত ধর্মীয় স্থান।

৩. লোকাল ট্রেন, মেট্রো ও আন্তর্জাতিক উড়ান নিয়ে পড়ে সিদ্ধান্ত হবে।

৪. তবে খুলছে না কোন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান।

৫. অন্তঃরাজ্য বাস চলাচলে লাগবেনা কোন অনুমতি।

৬. খুলছে না বার, থিয়েটার, বিনোদন পার্ক, চিড়িয়াখানা।

৭. করা যাবে না কোন রকমের জমায়েত। এখন সব ধরনের জমায়েত নিষিদ্ধ।

পাশপাশি লকডাউন ৫ এ জারি থাকবে নাইট কার্ফু। তবে সময়ের ক্ষেত্রে বদল করা হয়েছে। আগের সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টার পরিবর্তে কার্ফু জারি থাকবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা অবধি। অর্থাৎ ৪ ঘন্টা কমেছে নাইট কার্ফুর সময়সীমা।

আগামী জুন মাস ধরে চার দফায় আনলক করা হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর