মালদা জেলায় নতুন করে ১০ জন করোনা পজেটিভ! মোট আক্রান্তের সংখ্যা ১৩৮ - Bangla Hunt

মালদা জেলায় নতুন করে ১০ জন করোনা পজেটিভ! মোট আক্রান্তের সংখ্যা ১৩৮

By Bangla Hunt Desk - May 29, 2020

নিজস্ব সংবাদদাতা,মালদাঃ- মালদহে ফের নতুন করে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সুত্রে খবর সোয়াব টেস্টের রিপোর্টে ১০ জনের পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা যায়। তারা মালদহের বিভিন্ন ব্লকের বাসিন্দা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদায় নতুন করে ১০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে মানিকচকের ৩ জন, ইংরেজ বাজারে ৩ জন, রতুয়া-১ ব্লকের ১ জন, কালিয়াচক ১ ব্লকের ১ জন, গাজোলের ১ জন, চাঁচোলে ১ ব্লক ১ জন। এখন পর্যন্ত মালদা জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৮। এর মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর