আমফান বিধ্বস্ত পরিবারের পাশে রাজ্য! ৫ লক্ষ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য - Bangla Hunt

আমফান বিধ্বস্ত পরিবারের পাশে রাজ্য! ৫ লক্ষ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য

By Bangla Hunt Desk - May 29, 2020

২০ মে সুপার সাইক্লোন আমফান আছড়ে পরে বাংলায়। আমফানের দাপটে বিপুল ক্ষতি হয় বাংলার। প্রবল ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে যায় বহু ঘরবাড়ি আবার কারো চাষের জমি তলিয়ে গেছে জলের তলায়। তাই এবারে আমফান ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়ালো রাজ্য সরকার। রাজ্যে ৫ লক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে মমতা ব্যানার্জির সরকার। এই টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাংক একাউন্টে ঢুকবে।

রাজ্যে ঘূর্ণিঝড় আমফানে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে প্রত্যেক মৃতের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ৬২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত আরো ৫ লক্ষ মানুষকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ১০০ দিনের কাজের মাধ্যমে তাদের আরও ২৮ হাজার টাকা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ১৫০০ টাকা এবং পানের বরজের মালিকদের ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে। এছাড়াও বাঁধ মেরামতি, ৪০০ টি ব্রিজ মেরামতি, রাস্তা মেরামতের, টিউবওয়েল ও স্কুল বাড়ি সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ করেছে রাজ্য সরকার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর