BREAKING: রেকর্ড সংক্রমণ বাংলায়, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪৪ জন - Bangla Hunt

BREAKING: রেকর্ড সংক্রমণ বাংলায়, ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৪৪ জন

By Bangla Hunt Desk - May 28, 2020

সুপার সাইক্লোন আমফানের পড়ে, রাজ্যে একের পর এক পরিযায়ী শ্রমিকদের আগমনে রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে ৩৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।

চতুর্থ দফায় লকডাউন শিথিল হওয়ায় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের আগমন ঘটেছে এবং এই পরিযায়ী শ্রমিকদের আগমনের ফলে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশের মধ্যে এই মুহূর্তে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা এক নম্বরে। মহারাষ্ট্র থেকেও অনেক পরিযায়ী শ্রমিক বাংলায় ফিরেছে। ফলে আগামী দিনে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার নবান্নে রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক বুলেটিনে জানানো হয়েছে বাংলায় এ মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৫৩৬ এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২৩।বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২,৫৭৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। ফলে এ পর্যন্ত রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৬৬৮ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর