উত্তরবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা - Bangla Hunt

উত্তরবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

By Bangla Hunt Desk - May 28, 2020

মালদা ও রায়গঞ্জ ২৮ মে; উত্তরবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মালদা, উত্তরদিনাজপুর ও আলিপুরদুয়ারে নতুন করে করোনা পজিটিভের সন্ধান মিলেছে।

মালদহ জেলাতে নতুন করে আরো ছয় জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেলো। এদের মধ্যে পাঁচ জন মানিকচক ব্লকের এবং এক জন হবিবপুর ব্লকের বাসিন্দা। এই নিয়ে মালদহ জেলাতে মোট ১৩১ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে।
অপরদিকে উত্তর দিনাজপুরে নতুন করে ১৭ জনের সোয়াব টেস্টে পজিটিভ এসেছে বলে জানা গেছে।

অন্যদিকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চার জন করোনা আক্রান্তের হদিশ। চারজনই জটেশ্বর কোয়ারেন্টিন সেন্টারে ছিলেন। ফালাকাটার বাসিন্দা হলেও তাঁরা বহিরাগত।
এদিকে মালদা মেডিক্যাল কলেজের সোয়াব পরিক্ষা কেন্দ্র সুত্রে জানা গেছে গত কাল পর্যন্ত এই সোয়াব টেস্টের নমুনার ব্যাকলগ রয়েছে ৪৩১৪। এছাড়াও মালদা, উত্তরদিনাজপুর ও দক্ষিন দিনাজপুর থেকে নতুন করে আরও সোয়াবের স্যাম্পেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। স্বভাবতই সংখ্যা টা যে আর ও বাড়বে তাতে সন্দেহ নেই। এছাড়াও যে হারে উত্তরবঙ্গে শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে তাতে রাতারাতি সংখা কয়েক গুন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্বাস্থ্য দফতরের একাংশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর