ভারত লাদাখে সেনা বৃদ্ধি করতেই সুর নরম করল চিন! যুদ্ধ ভুলে সৌজন্যের বার্তা দিল বেজিং - Bangla Hunt

ভারত লাদাখে সেনা বৃদ্ধি করতেই সুর নরম করল চিন! যুদ্ধ ভুলে সৌজন্যের বার্তা দিল বেজিং

By Bangla Hunt Desk - May 28, 2020

লাদাখে ভারতের তরফে সেনা বৃদ্ধি করতেই সুর নরম করল চিন। বুধবার সকাল থেকেই ভারতের তরফে লাইন অব একচুয়াল কন্ট্রোল বা LOC তে সেনা সংখ্যা বৃদ্ধি করতে শুরু করে ভারত। আর এই পদক্ষেপের পরেই সুর নরম করল বেজিং।

উল্লেখ্য কিছুদিন ধরে লাদাখে LOC তে চিন তার সেনার সংখ্যা বৃদ্ধি করছে। চিন লাদাখ সীমান্তে প্রায় একশটি তাঁবু খাটিয়ে আড়াই হাজার সেনা মোতায়েন করেছে। আর এরপরই চিনা সেনার আগ্রাসী মনোভাবে চিন-ভারত সীমান্তে দুই দেশের সেনা মুখোমুখি সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে দুই দেশের সেনার মধ্যে হাতাহাতি শুরু হয় এমনকি লোহার রড ও পাথর বাজি পর্যন্ত হয়। এতে দুই দেশের সেনাই জখম হয়। পরিস্থিতি এতটাই গুরুতর হওয়ায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সামরিক কর্তাদের নিয়ে বৈঠকে বসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস ( চিফ অফ ডিফেন্স স্টাফ) এবং তিন সেনার প্রধান। মনে করা হচ্ছে এই ধরনের বৈঠক কোন সাধারণ বৈঠক নয়, একমাত্র যুদ্ধকালীন পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী এরকম বৈঠক ডাকেন। আর তারপরই বুধবার থেকে ভারত লাদাখ সীমান্তে সেনার সংখ্যা বৃদ্ধি করতে থাকে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই এই সেনা সংখ্যা বৃদ্ধি করে ভারত। আর এরপরই সুর নরম করলো বেজিং।

বুধবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিচিয়ান জানান সীমান্তে যে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে তা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার ক্ষমতা দুই দেশেরই রয়েছে। ভারতে চিনা রাষ্ট্রদূত ওয়েইডং-ও এদিন কূটনৈতিক সৌজন্যের বার্তা দিতে চেয়েছেন। তিনি বলেন ” এই দুই দেশ পরস্পরের জন্য অনেক সুযোগ বহন করেছে এবং এই দুই দেশ পরস্পরের জন্য বিপদজনক নয়। তার কথায় বিক্ষিপ্তভাবে দুই দেশের মধ্যে যে মতান্তর তৈরি হয়েছে তা যেন দুই দেশের মধ্যে সার্বিক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোন প্রভাব না ফেলে, আর সেটাই মঙ্গল। ড্রাগন ও হাতি পরস্পর হাত ধরে নাচছে এটাই দুই দেশের জন্য সঠিক পদক্ষেপ হবে”।

চিনের তরফে সুর নরম করা হলেও , ভারতে তরফে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। উল্টে সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন ভারতীয় সেনা লাদাখে তৎপর আছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি আছে। কারণ চিনের সৌজন্যের বার্তার উপর ভরসা করা যায় না। অতীতে তার বহু প্রমাণ মিলেছে। তাই চিন এদিন সুর নরম করলেও আগামী দিনে যে তারা লাদাখে আগ্রাসন বৃদ্ধি করবে না তার কোনো নিশ্চয়তা নেই। তাই ভারত এখনই লাদাখ থেকে সেনা কমাবে না, এমনটাই সূত্রের খবর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর