দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৬৫০০ ! মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষ ২৫ হাজার - Bangla Hunt

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৬৫০০ ! মোট আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষ ২৫ হাজার

By Bangla Hunt Desk - May 23, 2020

দেশে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে। দেশে আক্রান্তের সংখ্যা এখন ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বলা হয়েছে নতুন করে ৬৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ১ লক্ষ ২৫ হাজার ১০০ জন।

এদিকে করোনার জেরে দেশজুড়ে দু’মাস ব্যাপী লকডাউন চলছে। এই লকডাউনে সাধারণ মানুষের সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। শুক্রবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে লকডাউন এর ফলে দেশে কমপক্ষে ১৪ থেকে ২৯ লক্ষ আক্রান্ত কম হয়েছে এবং ৩৭ হাজার থেকে ৭১ হাজার মৃত্যু আটকানো সম্ভব হয়েছে।

অন্যদিকে করোনার দাপটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের উপাসনালয় গুলি প্রয়োজনীয় পরিসেবা স্থান হিসাবে ঘোষণা করেছেন। এই মুহূর্তে করোনার দাপটে বিশ্বে ৫০ লক্ষেরও বেশি মানুষ সংক্রামিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩,৩৮,১৮৩ জনের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর