Breaking: গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু! আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ হাজার - Bangla Hunt

Breaking: গত ২৪ ঘণ্টায় রেকর্ড মৃত্যু! আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ হাজার

By Bangla Hunt Desk - May 02, 2020

দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশের নতুন করে ২২৯৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৭১ জন। এ পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭,৩৩৬। আর দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১২১৮ জন।

করোনা সংক্রমণ রোধে সরকার আগামী ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় লকডাউনের সময়সীমা আরো দু সপ্তাহ বাড়িয়ে আগামী ১৭ই মে পর্যন্ত করা হবে। এই মর্মে শুক্রবার কেন্দ্রীয় সরকার তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়।

তিন দফা মিলিয়ে মোট ৫৪ দিনব্যাপী লকডাউন। আর তার জেরে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা। কিন্তু আর্থিক ক্ষতি থেকেও করোনার প্রকোপ থেকে মানুষকে বাঁচানোই বেশি প্রয়োজন মনে করেছে সরকার। আর তাই বাড়ানো হয়েছে লকডাউনের সময় সীমা। কিন্তু তারপরও ভাইরাসের সংক্রমণ দিনদিন বাড়তে থাকায় চিন্তা বেড়েছে সরকারের। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলোর তুলনায় এখনো পর্যন্ত ভারতে করোনা পরিস্থিতি অনেকটাই ভালো।

এদিকে বিশ্বে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩,৪৪,২৭৪ জন। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩৮,৭৭৫ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর