সরকারি চালের বস্তায় দুর্নীতি! অভিযোগ রেশনের চাল গেল নামি ব্র্যান্ডের প্যাকেটে - Bangla Hunt

সরকারি চালের বস্তায় দুর্নীতি! অভিযোগ রেশনের চাল গেল নামি ব্র্যান্ডের প্যাকেটে

By Bangla Hunt Desk - May 01, 2020

নদীয়ার হবিবপুরে রানাঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির অফিস থেকে মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত শ্রীকৃষ্ণ রাইস মিল। এই রাইস মিলের মালিক কৃষ্ণ ও বিষ্ণু সাধু। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাইস মিলে কেন্দ্র ও রাজ্য সরকারের বিপুল পরিমাণ চালের বস্তা মজুত আছে। সেই সরকারি চাল বস্তা প্যাকিং থাকা সত্ত্বেও নতুন করে অন্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকিং করা হচ্ছে। কিন্তু কেন? রীতিমত চিন্তার ভাঁজ ফেলে স্থানীয়দের মনে!

সরকারি সিলমোহর যুক্ত চাল নতুন করে অন্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকিং করার অর্থ হলো ‘চাল রেশনে না গিয়ে সেই চাল অনেক বেশি দামে বাজারে বিক্রি হবে’। মুনাফা করবে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। কিন্তু লকডাউনের মধ্যে কি করে এত পরিমান সরকারি রেশনের চাল এখানে মজুত হলো সেই নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষের বক্তব্য যে চাল রেশনে বিক্রি হওয়ার কথা সেই চাল অন্য ব্র্যান্ডের প্লাস্টিকের বস্তায় প্যাকিং হয় বাজারে চলে যাচ্ছে। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এই ঘটনা শুনে ছুটে আসেন রানাঘাটের বিজেপী সংসদ ‘জগন্নাথ সরকার’। তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন “দেশজুড়ে লকডাউনের ফলে যেখানে সাধারণ মানুষ থেকে গরিব মানুষ গুলো দিনের পর দিন অভুক্ত থাকছেন, ঠিকমত খেতে পারছেন না, সেখানে কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে মুনাফা লুটছে, এটা চলতে দেওয়া যাবে না। এরকম নস্কার জনক ঘটনা কিছুতেই মেনে নেওয়া হবে না”।

অন্যদিকে স্থানীয় মানুষজন এই ঘটনার জেরে রাইস মিলের গোডাউনের সামনে বসেই অবস্থান-বিক্ষোভ শুরু করে এবং তারা দাবী জানাতে থাকেন প্রশাসন যতক্ষণ এই দুর্নীতির বিরুদ্ধে ও রাইস মিলের মালিকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর