Breaking News: দেশজুড়ে লকডাউন বাড়লো আরো দু'সপ্তাহ! ১৭ মে পর্যন্ত - Bangla Hunt

Breaking News: দেশজুড়ে লকডাউন বাড়লো আরো দু’সপ্তাহ! ১৭ মে পর্যন্ত

By Bangla Hunt Desk - May 01, 2020

ফের বাড়লো লকডাউন। দ্বিতীয় দফার লকডাউন শেষ হতে না হতেই তৃতীয় দফার লকডাউন শুরু হতে চলেছে। আগামী ৪ঠা মে থেকে আরো দুই সপ্তাহ অর্থাৎ ১৭ই মে পর্যন্ত এই লকডাউন জারি থাকবে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর উপস্থিতিতে দিল্লিতে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে দেশজুড়ে সমস্ত পরিস্থিতি আলোচনা হয়। সেই বৈঠকেই লকডাউন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়। এরপর কেন্দ্রীয় সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয়।
এই নির্দেশিকায় বলা হয়েছে হটস্পট বা রেড জোন, বাদে গ্রীন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে নিয়মের কিছুটা ফারাক থাকবে। অর্থাৎ গ্রিন জোন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করা হবে।

গোটা দেশে জারি হচ্ছে এই নিয়ম। তৃতীয় দফার লকডাউনেও রেল, বিমান, সড়ক ও মেট্রো পরিবহন বন্ধ থাকবে। বন্ধ থাকবে দেশের সমস্ত স্কুল-কলেজ ইনস্টিটিউট।
এই সময় কোন ধরনের সাধারণ জমায়েত অথবা ধর্মীয় জমায়েত করা যাবে না। সাইকেল, অটো, রিস্কা, ট্যাক্সি সমস্ত কিছুই বন্ধ রাখতে হবে। বন্ধ থাকবে সেলুন এবং স্পা এর দোকানও।

তবে গ্রিন জোন অথবা অরেঞ্জ জোনে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। সেখানে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়াও কিছু কিছু দোকান খোলার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। যেমন ইলেকট্রিকের দোকান, বই-খাতার দোকান, মুদি দোকান খোলা থাকবে। তবে খোলা থাকবে না কোন মাল্টি কমপ্লেক্স, শপিং মল, সিনেমা হল, জিম সেন্টার। এছাড়া গ্রিন জোনে বাস চালানোর ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর