মাঝরাতে করোনা আক্রান্তের দেহ পোড়ানোর অভিযোগ! স্থানীয়দের বাধা পেয়ে ফিরল পুলিশ - Bangla Hunt

মাঝরাতে করোনা আক্রান্তের দেহ পোড়ানোর অভিযোগ! স্থানীয়দের বাধা পেয়ে ফিরল পুলিশ

By Bangla Hunt Desk - April 30, 2020

মাঝরাতে শ্মশানে নিয়ে গিয়ে করোনা আক্রান্ত মৃতদেহ পোড়ানো চেষ্টার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। পরিস্থিতি উত্তপ্ত হতেই বাসিন্দের তাড়া খেয়ে এলাকা ছেড়ে চলে যান পুলিশ কর্মীরা।

সূত্রের খবর বুধবার রাতে ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের গঙ্গার ধারে রানী রাসমনি শ্মশান ঘাটে করোনা রোগীর দেহ সৎকার করতে শ্মশানে যায় পুলিশ। সেই সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এরপর ঘটনা জানাজানি হতেই পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বাসিন্দাদের। হুলুস্থুল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিন ধরেই রাতে দেহ নিয়ে শ্মশানে ঢুকছে পুলিশ। গত কয়েকদিন ধরেই ওই শ্মশানে করোনা আক্রান্ত মৃতদেহ পোড়ানো হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ মৃতদেহ সৎকারের সময় শ্মশানে ধারে কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছিল না পুলিশ।

এদিকে বিজেপির তরফ থেকে টুইট করে গোটা ঘটনার সমালোচনা করা হয়েছে। ব্যারাকপুরে লুকিয়ে করোনা রোগীর দেহ পোড়ানো চেষ্টায় স্থানীয়রা বাধা দিচ্ছেন বলে দাবি বিজেপির। বিজেপির তরফে গোটা ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর