লকডাউনের জেরে ১ লক্ষ টাকা দান! মোথাবাড়ির প্রাক্তন প্রধান তথা বিদ্যুৎ কর্মদক্ষ্যের - Bangla Hunt

লকডাউনের জেরে ১ লক্ষ টাকা দান! মোথাবাড়ির প্রাক্তন প্রধান তথা বিদ্যুৎ কর্মদক্ষ্যের

By Bangla Hunt Desk - April 30, 2020

মালদাঃ- মোথাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ্য সফিকুল ইসলাম আজ জেলাশাসক রাজর্ষি মিত্রের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকার চেক তুলে দেন।

সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে মানুষ ঘরবন্দী, বাড়ির বাইরে বেরোতে পারছেনা। লকডাউনের জেরে অনেক গরিব দুঃস্থ পরিবার অনাহারে দিন কাটাচ্ছে, ঠিক তখন মোথাবাড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা কালিয়াচক ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ্য সফিকুল ইসলাম গরীব দুস্থ মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে। লকডাউন শুরু থেকেই বেরিয়ে পড়েছেন মোথাবাড়ি ৫২ এবং ৫৩ বিধানসভার প্রত্যেক দুঃস্থ পরিবারের ঘরে ঘরে খাবার তুলে দিতে। তিনি তাতেও সন্তুষ্ট নন তিনি মোথাবাড়িতে দুঃস্থ পরিবারের জন্য একদিন ফ্রি বাজারেরও আয়োজন করেছিলেন।

তিনি জানান ‘আমার ৫২ ও ৫৩ বিধানসভার ঘরে ঘরে মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছি কিন্তু কিন্তু আরও অনেক গরীব দুস্থ মানুষ আছে যাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিতে পারিনি। তাই তাদের সাহায্যার্থে আমি আজ রাজ্য সরকারের ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা তুলে দিলাম’।

তিনি আজকে জেলা শাসক শ্রী রাজর্ষি মিত্রের হাতে ১ লক্ষ টাকার একটি চেক রাজ্য সরকারের ত্রাণ তহবিলে দান করেন। বিদ্যুৎ কর্মদক্ষ্য সফিকুল ইসলাম জানান যতদিন লকডাউন চলবে আমি মানুষের পাশে, দুঃস্থ পরিবারের পাশে আছি ও থাকবো।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর