বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে লকডাউন নিয়ে রাজ্যের সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন পরিস্থিতি বিবেচনা করে আগামী মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত লকডাউন থাকা দরকার।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের বলেন “এই সংকটময় পরিস্থিতি থেকে মুক্তি পেতে সকলকে ঘরে থাকতে হবে। এখনই ঘর থেকে বাইরে বেরোনো যাবে না। প্রত্যেককে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সকলকেই লকডাউন মানতে হবে। বিশ্বের অনেক দেশ মে মাসের শেষ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে”। তিনি বলেন প্রয়োজনে আমাদেরও মে মাসের শেষ পর্যন্ত লকডাউন মানতে হবে। কারণ এখনও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশেষজ্ঞ কমিটিও মে মাসের শেষ পর্যন্ত লকডাউন বজায় রাখার পরামর্শ দিয়েছে।
এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্টতই বলেন গ্রিন জোন গুলোতে স্টেশনারি দোকান, মোবাইল রিচার্জের দোকান, হার্ডওয়ারের দোকান, রঙের দোকান, বইয়ের দোকান, বৈদ্যুতিক সামগ্রীর দোকান ও লণ্ড্রি খোলা থাকবে। পান এবং চায়ের দোকান খোলা যাবে। তবে কোন জমায়েত করা যাবেনা। লকডাউনের নিয়ম মেনে ডাক্তারবাবুরাও তাদের চেম্বার খুলতে পারবেন। এক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। গ্রীন জোন গুলিতে কল কারখানা খোলার অনুমতি দেওয়া হবে। তবে শপিংমল কিংবা শপিং কমপ্লেক্সের ভেতরের দোকান এখনই খোলা যাবে না। খোলা যাবে না হকার্স মার্কেট বা ফুটপাতে দোকানও। খোলা যাবে না সেলুনও।
মুখ্যমন্ত্রী এদিন জানান পরিস্থিতি বিবেচনা করে বাস চালানোর অনুমতি দেওয়া হবে। শুধুমাত্র গ্রীন জোন গুলোতেই এই বাস চলবে। তবে একবারে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। তবে এক্ষেত্রে পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত বদল হতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন শুধু গ্রীন জোনগুলোতেই সামাজিক দূরত্ব বজায় রেখে দোকান খোলা যাবে। এবং সকলকে অবশ্যই মুখে মাক্স ব্যবহার করতে হবে।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!