আজই পৃথিবী ঘেঁষে উড়ে গেলো বিশালাকায় মাক্স পরা উল্কাপিণ্ড! বেঁচে গেল মানব জাতি - Bangla Hunt

আজই পৃথিবী ঘেঁষে উড়ে গেলো বিশালাকায় মাক্স পরা উল্কাপিণ্ড! বেঁচে গেল মানব জাতি

By Bangla Hunt Desk - April 29, 2020

আজই পৃথিবী ঘেঁষে বেরিয়ে গেলো বিশালাকায় মাক্সমুখো উল্কা পিণ্ড। বরাতজোরে রক্ষা পেলো পৃথিবী। এমনই তথ্য দিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

বুধবার পৃথিবীর খুব কাছ থেকে উড়ে গেলো বিশালাকায় উল্কাপিণ্ড। জ্যোতির্বিজ্ঞানীদের দেওয়া যার কোড নাম হল 1998 OR2। উল্কাপিণ্ড টির ব্যাস কমপক্ষে ২ কিমি এবং প্রতি ঘন্টায় ৪.১ পাক ঘোরে। তবে তার জেরে পৃথিবীবাসীর কোন সমস্যা হবে না বলে জানিয়েছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে উল্কাপিণ্ডটি ‘পোটেনশিয়াল হ্যাজারডাস অবজেক্ট’ গোত্রভুক্ত। বিশাল এই উল্কাপিন্ডের সামনের অংশ ধুলো আর জঞ্জালকনার কারণে অদ্ভুত এক আকৃতি তৈরি হয়েছে। উপগ্রহ চিত্রে দেখে মনে হচ্ছে উল্কাপিণ্ডটির মুখে মাক্স পড়া রয়েছে। তাই বিশ্বজুড়ে করোনা সংক্রামণের আবহে বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন মাক্স পরা উল্কাপিণ্ড।

প্রথমেই উল্কাপিণ্ডটি বিজ্ঞানীদের নজরে আসে ১৩ই এপ্রিল। এরপর ২৩ এপ্রিল পর্যন্ত তার গতিপথ অনুসরণ করে বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীদের মতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যে দূরত্ব দিয়ে উল্কাপিণ্ড উড়ে গেছে, তা নীল গ্রহ থেকে চাঁদের দূরত্বের ১৬ গুণের বেশি। তবে আগামী ২০৭৯ সালে উল্কাপিণ্ড পৃথিবীর আরো কাছাকাছি ৩.৫ গুণ কাছাকাছি দিয়ে উড়ে যাবে বলে জানিয়েছেন মহাকাশবিজ্ঞানীরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর