উত্তর ২৪ পরগনা জেলার করোনা সংক্রামক এলাকাগুলি কি কি আসুন দেখে নেওয়া যাক! - Bangla Hunt

উত্তর ২৪ পরগনা জেলার করোনা সংক্রামক এলাকাগুলি কি কি আসুন দেখে নেওয়া যাক!

By Bangla Hunt Desk - April 28, 2020

বাংলার চারটি জেলা করোনা হটস্পট হিসেবে চিহ্নিত। এগুলি হল কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা। কলকাতা, হাওড়ার পর উত্তর ২৪ পরগনা জেলাও পরিস্থিতি খুব একটা সুবিধাজনক নয়। এবার সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৫৭ টি জায়গাকে সংক্রামক ও অতি স্পর্শকাতর হিসেবে ঘোষণা করল রাজ্য সরকার।

আসুন দেখে নেওয়া যাক কোন কোন জায়গা গুলি অতি স্পর্শকাতর

১. নৈহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চন্দ্রশেখর রায় রোড (গরিফা)

২. ব্যারাকপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধু মুখার্জী রোড।

৩. বাদুড়িয়া ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত।

৪. রাজারহাট ব্লকের আর-বি ২ এলাকা।

৫. হাবড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের হাবড়া সমিতির রোড।

৬. মধ্যমগ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব বঙ্কিমপল্লী, ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উদয়রাজপুর ও তুতেপাড়া, ২৮ নম্বর ওয়ার্ডের মাইকেল নগর।

৭. উত্তর ব্যারাকপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া, মনিরামপুর, ব্যারাকপুর এবং ১৯ নম্বর ওয়ার্ডের মনিরামপুর সংলগ্ন আউটপোস্ট রোড।

৮. বারাসাত পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শ্রীনিকেতন, লীলা সিনেমা হলে বিপরীতে, এবং ১৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর অঞ্চল।

৯. পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে ঘোলার কাছে প্রসন্ন চ্যাটার্জি রোড এবং ১০ নম্বর ওয়ার্ডের আগরপাড়া মহাজাতি নগর।

১০. ভাটপাড়ার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের সিঁথির পাড়া রোড এবং ৮ নম্বর ওয়ার্ডের বিল্ডিং নং ৫ হোল্ডিং নাম্বার ৬/২।

১১. দমদম পৌরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের এয়ারপোর্ট সংলগ্ন ১ নম্বর গেট।

১২. খড়দহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বরিশাল পল্লী, রহড়া।

১৩. বরাহনগর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের নন্দকুমার রোড। ১ নম্বর ওয়ার্ডের বিটি রোড সংলগ্ন বিক্রমপুর সুপার মার্কেট এবং ১১ নম্বর ওয়ার্ডের নিয়োগী পাড়া রোড।

১৪. কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া রথ তলা টাউন হাইটস। ১৭ নম্বর ওয়ার্ডের কামারহাটি রথতলা,২১ নম্বর ওয়ার্ডের ওল্ড নিমতা রোড, ২৫ নম্বর ওয়ার্ডের জগন্ত পল্লী, দেশপ্রিয় নগর, ২৬ নম্বর ওয়ার্ডের রানি পার্ক, ১৮ নম্বর ওয়ার্ডের শরৎপল্লী।

১৫. দক্ষিণ দমদম পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের এন এন রোড, ৩০ নম্বর ওয়ার্ডের লেকটাউন বি ব্লক, ৩৩ নম্বর ওয়ার্ডের গোলাঘাটা রোড, লেকটাউন, ৩৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণদাঁড়ি রোড, ২৫ নম্বর ওয়ার্ডের রোড নাগেরবাজার, ২৬ নম্বর ওয়ার্ডের কবি ভারতচন্দ্র রোড।

১৬. উত্তম দমদম পুরসভার বিরাটি, ৩২ নম্বর ওয়ার্ডের বিশরপাড়া গাজিবাড়ি মোড়, ২৪ নম্বর ওয়ার্ডের শিবাচল রোড, ১১ নম্বর ওয়ার্ডের নিমতা, গোলবাগান, কে কে রানী দাস রোড, ১২ নম্বর ওয়ার্ডের বিরাটি, নিমতা, পাঠানপুর ১০ নম্বর ওয়ার্ডের কবি সত্যেন বসু রোড।

১৭. বিধান নগর পুরো নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের এফবি ব্লক (সল্টলেক), ৩৩ নম্বর ওয়ার্ডের এফবি ব্লক (সল্টলেকল), ১৯৭ জিসি ব্লক সল্টলেক, ৩২ নম্বর ওয়ার্ডের সল্টলেক করুণাময়ী, ৭ নম্বর ওয়ার্ডের হলদিরাম, কৈখালী মন্ডলগাঁথি, ১১ নম্বর ওয়ার্ডের তেঘরিয়া সেকেন্ড লেন, ৬ নম্বর ওয়ার্ডের চিনার পার্ক, চার্নক হাসপাতাল, শীতলা মন্দির, নিশিকানন, ঢালিপাড়া, ৯ নম্বর ওয়ার্ডের মনশিব তলা, রঘুনাথপুর, দেবালয় অ্যাপার্টমেন্ট, ও ৩ নম্বর ওয়ার্ডের অ্যাপোলো হাসপাতাল, গোপালপুর, বটতলা নারায়ণপুর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর