আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজাবাজার, মেটিয়াবুরুজে রমজানের কেনাকাটায় উপচে পড়া ভিড় - Bangla Hunt

আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রাজাবাজার, মেটিয়াবুরুজে রমজানের কেনাকাটায় উপচে পড়া ভিড়

By Bangla Hunt Desk - April 27, 2020

দেশজুড়ে মারণ করোনাভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে। তার অন্যথা হয়নি রাজ্যও। রাজ্যেও ক্রমশ বেড়েই চলেছে করোনা সংক্রমনের সংখ্যা। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনা করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। করোনা রোধে দেশজুড়ে জারি হয়েছে লকডাউন। কিন্তু এর বিন্দুমাত্র পরোয়া না করেই লকডাউনকে উপেক্ষা করেই রমজান মাসের প্রথম সোমবার বাজার করার জন্য মানুষের ভিড় দেখা গেল চোখে পড়ার মতো।

কলকাতার মেটিয়াবুরুজ, রাজাবাজার, তোপসিয়ায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখেই ভিড় দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। রমজান মাসের প্রথম সোমবার, কেনাকাটায় উপচে পড়া ভিড় রাজাবাজারে। সোশ্যাল ডিসটেন্স বজায় না রেখেই কেনাকাটায় ব্যস্ত রইল মানুষ। পুলিশি ব্যারিকেড সরিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেল মানুষকে।

কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আগেই অভিযোগ করা হয়েছিল মেটিয়াবুরুজ, রাজাবাজার সহ কলকাতার একাধিক এলাকায় লকডাউন ঠিকমতো পালন করা হচ্ছে না। লক ডাউনের নিয়ম মানছেই না কেউ। এরপরেই কেন্দ্রের তরফে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে কলকাতার রাজাবাজার, মেটিয়াবুরুজ, তপসিয়া সহ একাধিক এলাকায় লকডাউন কড়াকড়ি করার নির্দেশ দেওয়া হয়। করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের ধারণা এ ধরনের ভিড় থেকে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। যার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

রমজান মাস চলেছে। রমজান মাসের প্রথম সোমবার বাজার খুলতেই লকডাউনকে উপেক্ষা করে সামাজিক দূরত্ব বজায় না রেখে মুসলিম ধর্মালম্বী মানুষরা ভিড় জমালো বাজারগুলিতে। যদিও এই ভিড় কমানোর জন্য পুলিশকে কোনো পদক্ষেপ নিতেই দেখা যায়নি। এমনকি যারা বাজারে এসেছিল তাদের মধ্যে অনেকেই মাক্স পড়েনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর