করোনা কোপ! অক্টোবর মাস পর্যন্ত পর্যটকদের জন্য সিকিমের দরজা বন্ধ - Bangla Hunt

করোনা কোপ! অক্টোবর মাস পর্যন্ত পর্যটকদের জন্য সিকিমের দরজা বন্ধ

By Bangla Hunt Desk - April 24, 2020

করোনা সংক্রমণ ঠেকাতে পর্যটকদের জন্য আগামী অক্টোবর মাস পর্যন্ত বন্ধ হয়ে গেল সিকিমের দরজা। অক্টোবর মাস পর্যন্ত আর কোন পর্যটককেই সিকিমের ঢুকতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সেখানকার রাজ্য প্রশাসন।সিকিমের মানুষদের এই মারন ভাইরাস থেকে রক্ষা করার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানালেন সেখানকার রাজ্যপাল গঙ্গাপ্রসাদ। তিনি বলেছেন আগামী অক্টোবর মাস পর্যন্ত সিকিমে দরজা পর্যটকদের জন্য বন্ধ রাখা হচ্ছে।

এখনো পর্যন্ত ভারতের রাজ্যগুলির মধ্যে একমাত্র সিকিমেই একজনও করোনায় আক্রান্ত হয়নি। সিকিমের অনেক ছাত্র ছাত্রীই বিদেশে পড়াশোনা করেন। তারা জানুয়ারিতেই নিজেদের ঘরে ফিরে এসেছেন। রাজ্যপাল গঙ্গাপ্রসাদ বলেছেন পড়ুয়ারা ফিরে আসার পরেই আমরা সীমান্তে বন্ধ করে দিয়েছি। আগামী ১৪ই মার্চ থেকে পর্যটকদের জন্য সিকিমের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় এখানকার সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে একজোট হয়ে লড়াই করছে বলে জানান তিনি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর