৩ মে এর পর লকডাউন বাড়াতে নারাজ মুখ্যমন্ত্রী, ভিন্নমত স্বরাষ্ট্রসচিবের - Bangla Hunt

৩ মে এর পর লকডাউন বাড়াতে নারাজ মুখ্যমন্ত্রী, ভিন্নমত স্বরাষ্ট্রসচিবের

By Bangla Hunt Desk - April 23, 2020

রাজ্যে লকডাউন তোলার ব্যাপারে ভিন্ন সুর শোনা গেলো রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের গলায়। মুখ্যমন্ত্রী যেখানে ৩ মে এর পর লকডাউন আর বাড়ানো সম্ভব নয় বলে মনে করছেন, সেখানে রাজ্যের মুখ্য সচিব রাজিব সিনহার মুখে শোনা গেল অন্য সুর। রাজীব সিনহার মন্তব্য পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আগামী ৪ মে লকডাউন তোলা মুশকিল।

দেশজুড়ে লকডাউন তোলা উচিত কিনা এই নিয়ে আগামী ৪ মে সোমবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তার আগে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বলেন লকডাউনের মেয়াদ আর না বাড়িয়ে তা প্রত্যাহার করা উচিত। তিনি আরো বলেন এরপর লকডাউন ধাপে ধাপে তুলে নেওয়া উচিত। প্রথম সপ্তাহে ২৫ শতাংশ, তার পরের সপ্তাহে ২৫ শতাংশ,এইভাবে মে এর তৃতীয় সপ্তাহে সম্পন্ন লকডাউন তুলে নেওয়া উচিত। আগামী বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে এই একই পরামর্শ দেবেন বলে জানান তিনি।

অন্যদিকে সম্পূর্ণ উল্টো ভিন্নমত পোষণ করেন মুখ্যসচিব রাজীব সিনহা। তার কথায় পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আগামী ৪ মে লকডাউন প্রত্যাহার করা চ্যালেঞ্জের বিষয়। কারণ আমাদের দেশে করোনা আক্রান্তদের ৭০ শতাংশই উৎসর্গহীন, ফলে চিকিৎসকরা কিভাবে করোনা আক্রান্তদের চিহ্নিত করবেন সেটাই এখন চ্যালেঞ্জের বিষয়।

মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের বক্তব্য থেকেই পরিষ্কার রাজ্য সরকার এখনও পর্যন্ত লকডাউন তোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, আক্রান্তের সংখ্যা দিন দিন যেভাবে বাড়ছে তাতে আগামী ৩ মে আদৌও লকডাউন তোলা যাবে কিনা সে বিষয়ে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর