করোনা মোকাবিলায় মন্দির, মসজিদ ও গুরুদুয়ার থেকে দানের টাকা নেওয়া হোক! কপিল দেব - Bangla Hunt

করোনা মোকাবিলায় মন্দির, মসজিদ ও গুরুদুয়ার থেকে দানের টাকা নেওয়া হোক! কপিল দেব

By Bangla Hunt Desk - April 22, 2020

দেশে চরম দুঃসময়। এই চরম দুঃসময়ে প্রচুর অর্থের প্রয়োজন। করোনা মোকাবিলায় গরীবদের সাহায্যের জন্যও বিপুল অর্থের প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে মন্দির মসজিদ গুরুদুয়ার থেকে দানের টাকা নেওয়া হোক বললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে আগামী ৩ মে পর্যন্ত দেশের লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে তার ধারণা। তাই এই কঠিন পরিস্থিতিতে দেশের গরিব মানুষ গুলো ঠিকমতো সরকারি অনুদান পাচ্ছেন না। এইজন্য সবাইকে এগিয়ে আসার জন্য আবেদন জানান প্রাক্তন অধিনায়ক কপিল দেব।

ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানমন্ত্রীর করোনা রিলিফ ফান্ডে ৫ কোটি টাকা দিয়েছে। ভারতীয় দলের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটারও ১০ কোটি টাকা ফান্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। কিন্তু এই চরম দুঃসময়ে আরও অর্থের প্রয়োজন। এই জন্য সকলকে এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন। তিনি বলেন দেশের এই চরম দুঃসময়ে প্রয়োজন মেটাতে দেশের মন্দির মসজিদ গুরুদুয়ার থেকে দানের টাকা নেওয়া হোক। এই দানের টাকা নিয়ে সাধারণ মানুষের কাজে ও দেশের কাজে লাগানো হোক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর