অর্ডিন্যান্স জারি কেন্দ্রের! স্বাস্থ্য কর্মীদের ওপর হামলা হলে সর্বাধিক ৭ বছরের জেল, ৫ লক্ষ টাকা জরিমানা - Bangla Hunt

অর্ডিন্যান্স জারি কেন্দ্রের! স্বাস্থ্য কর্মীদের ওপর হামলা হলে সর্বাধিক ৭ বছরের জেল, ৫ লক্ষ টাকা জরিমানা

By Bangla Hunt Desk - April 22, 2020

অর্ডিন্যান্স জারি করল কেন্দ্র। এবার থেকে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা হলে সর্বাধিক ৭ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তদের।

করোনা মোকাবেলায় দিনরাত এক করে কাজ করে চলেছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। নিজের জীবনকে বাজি রেখে মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করে চলেছেন তারা। মানুষের জীবন বাঁচানোর জন্য তাদের এই অবদান যথেষ্ট প্রশংসনীয়। তাই এবার চিকিৎসক-নার্স ও স্বাস্থ্য কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটলেই কড়া ব্যবস্থা নেবে কেন্দ্র। বুধবার কেন্দ্রের পক্ষ থেকে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।

বুধবার এই নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নয়া অর্ডিন্যান্স জারি করা হয়েছে। এই অর্ডিন্যান্স অনুযায়ী (১৮৯৭) আইনে সংশোধনী আনা হলো। এবার থেকে আইন ভাঙলে জামিন অযোগ্য ধারায় ৩০ দিনের মধ্যে তদন্ত করে মামলার নিষ্পত্তি করতে হবে। আইন ভঙ্গকারীদের ৩ থেকে ৫ বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার আঘাত গুরুতর হলে অভিযুক্তর ৬ মাস থেকে ৭ বছরের জেল হতে পারে। এছাড়াও জরিমানা করা হবে ১ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর