আবার ব্যারাকপুরে করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল! আক্রান্ত একজন চিকিৎসক - Bangla Hunt

আবার ব্যারাকপুরে করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল! আক্রান্ত একজন চিকিৎসক

By Bangla Hunt Desk - April 21, 2020

এবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল। জানা গিয়েছে সেখানে কারোনায় আক্রান্ত হয়েছেন এক মহিলা। এই মহিলা ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে একজন চিকিৎসক। তার বাড়ি বেলঘড়িয়া এলাকায়। তার স্বামী ও ডাক্তার বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই মহিলাকে কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে এই মহিলা চিকিৎসক কিভাবে করোনা আক্রান্ত হলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কোনো করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার কারনেই কি তার করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ওই হাসপাতালে সেই ডাক্তারের সংস্পর্শে আসা ৭০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এবং ওই মহিলার স্বামীকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সূত্রে খবর জরুরী বিভাগ বাদ দিয়ে হাসপাতালে সাধারণ বিভাগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর ইএনটি বিভাগ, জরুরী বিভাগ, প্রসূতি বিভাগ খোলা থাকবে। বিএন বসু হাসপাতালের তরফে জানানো হয়েছে পুরো হাসপাতালটি ভালো করে স্যানিটাইজেশন করার পরই হাসপাতালের সাধারণ বিভাগ খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ব্যারাকপুরে করোনা পজিটিভ পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এমনিতেই গোটা উত্তর ২৪ পরগনা জেলা রেড জোন বা হটস্পট হিসেবে চিহ্নিত রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ওই এলাকায় সমস্ত গলির মুখ সিল করে দেওয়া হয়েছে। কাউকে বাড়ির বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। পুরো এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর